Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২১

ফ্লোরা অব বাংলাদেশ

 

বাংলাদেশ জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। এদেশে প্রায় ৫০০০ প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ জন্মে। 'ফ্লোরা অব বাংলাদেশ' হচ্ছে বাংলাদেশে জন্মে এমন সকল উদ্ভিদ প্রজাতির বৈজ্ঞানিক নাম, বাংলা নাম, ইংরেজী নাম, গাছের বিস্তারিত বর্ণনা, ফুল-ফল প্রদানের সময়, বাসস্থান, ভৌগলিক বিস্তৃতি, ব্যবহার, রেখাচিত্র ইত্যাদি তথ্য সম্বলিত প্রকাশনা। সঠিকভাবে সকল প্রজাতি সনাক্তকরণের জন্য 'ফ্লোরা'তে অন্তর্ভুক্ত বিভিন্ন গণ এবং প্রজাতির ‘Keys’ তৈরী করা হয়। ‘ফ্লোরা অব বাংলাদেশ’ সিরিজ আকারে প্রকাশিত হয়ে আসছে। বাংলাদেশে প্রাপ্ত ২১০ টি সপুস্পক উদ্ভিদ পরিবারের মধ্যে এযাবত ৮৯ টি পরিবারের ৭৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ‘ফ্লোরা অব বাংলাদেশ’ এবং অন্যান্য প্রকাশনার লিস্ট....